Trending

একদিকে অতিমারি আরেকদিকে নানারকম প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সাধারন মানুষের প্রাণ ওষ্ঠাগত। এখন আবার পৃথিবী ধ্বংসের কথা জানালো উদ্বিগ্ন নাসা। নাসার তরফে জানানো হয়েছে, নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মতো বিশাল মাপের একটি বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই গ্রহাণুটির নাম বেন্নু। তবে, এই মহাজাগতিক দুর্ঘটনাটি ঘটতে পারে ২১০০-এর দশকে।
জানা যাচ্ছে ২০২১ সাল থেকে ২৩০০ সালের মধ্যে বেন্নু নামে ওই গ্রহাণু আঘাত করতে পারে। অপরদিকে বিশিষ্ট লেখক ও বিজ্ঞানী ডেভিড ফার্নোচিয়া জানিয়েছেন, বেন্নু নিয়ে বেশি উদ্বিগ্ন হবার কারণ নেই, কারণ এর প্রভাব খুবই কম। OSIRIS-REx ডেটার উপর ভিত্তি করে এই গ্রহাণুর উপর নজরা রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন ২১৩৫ সালের মধ্যে এই গ্রহাণু পৃথিবীর ১২৫,০০ মাইল ভিতরে চলে আসবে। পৃথিবীর থেকে চাঁদের অর্ধেক দূরত্বের মধ্যে ঐ বিশালাকার গ্রহাণু কীভাবে চলে আসবে সেদিকেও বিশেষ নজর রাখছেন বিজ্ঞানীরা। প্রসঙ্গত, ২১৪২ সালের ২ সেপ্টেম্বরে বেন্নু পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জ্যোতিষবিজ্ঞানীরা। যদিও ০.০৩৭ শতাংশ সেই সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
ব্যুরো রিপোর্ট