Daily

মহাকাশে মুখোমুখি নাসা-চন্দ্রযান ২। অল্পের জন্য রক্ষা পেলো বিধ্বংসী সংঘাত থেকে। জানা গিয়েছে, চাঁদের উত্তর মেরুর কাছে পৌঁছে যায় নাসার এলআরও। আর সেখানেই উপস্থিত ছিল চন্দ্রযান ২-ও। দুটির মধ্যে দুরত্ব যেখানে থাকার কথা ছিল ৩ কিলোমিটার, সেখানে দূরত্ব কমতে কমতে নেমে আসে মাত্র ১০০ মিটারের মধ্যে।
ভারতীয় সময় সকাল ১১:১৫ মিনিটে ঘটনাটি ঘটে। যদিও ঘটনাটি দু’মাস আগের। ভারতের সংবামাধ্যমগুলোতে সম্প্রতি এই খবর এসেছে। ইসরো আর মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা, দুইয়ের মিলিত প্রচেষ্টাতেও সরানো যাচ্ছিল না এই দুই অর্বিটারকে। অবশেষে ক্যাম পদ্ধতি ব্যবহার করে সংঘর্ষ এড়ায় ইসরো। প্রসঙ্গত, এই ক্যাম ডিজাইন করা হয়েছিল এমনই কোনও সংঘর্ষ এড়ানোর জন্য। এর মাধ্যমে রেডিয়াল দূরত্ব বৃদ্ধি করা যায়।
চন্দ্রযান-২ এবং নাসার চন্দ্র অরবিটার উভয়ই নিজেদের কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে চাঁদের চারপাশে ঘুরে উত্তর মেরুতে একে অপরের কাছাকাছি আসে। বড়সড় সংঘর্ষ হতে পারতো। তবে ইসরোর প্রচেষ্টায় রক্ষা পেলো সেটা। পাশাপাশি ক্যাম পদ্ধতি প্রয়োগের পর পোস্ট ম্যানুভ ট্র্যাকিংও শুরু হয়। যার মাধ্যমে নিশ্চিত করা হয় যাতে অদূর ভবিষ্যতেও নতুন কক্ষপথে তারা আর কাছাকাছি আসতে না পারে।
ব্যুরো রিপোর্ট