Daily

নারদ মামলায় অনিশ্চয়তা ঝুলেই থাকল রাজ্যের নেতা মন্ত্রীদের ভাগ্যে। হল না কোনরকম নিষ্পত্তি। গতকাল আবারও চার হেভিওয়েটদের জামিনের আবেদন বরখাস্ত করে দিয়েছিলেন আদালত। পরিবর্তে আজ শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। অর্থাৎ নেতা-মন্ত্রীদের গৃহবন্দিই থাকতে হয়েছে। তেমনই আদেশ ছিল কলকাতা হাইকোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চের।
উল্লেখ্য, নারদ মামলাটি কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিয়ে যায়। কিন্তু শীর্ষ আদালত ঐ মামলা গ্রহণ না করে ফেরৎ পাঠিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের কাছে।
১৭মে হঠাৎই সিবিআই হানা দেয় রাজ্যের মন্ত্রী বিধায়কদের বাড়ি। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শাসক দলের প্রাক্তনী শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে তারা। এরপরেই রাজ্য রাজনীতির অন্দরে প্রশ্ন উঠতে শুরু করে, সিবিআই কেন শুভেন্দু অধিকারীর দিকে হাত পর্যন্ত বাড়াল না? সব মিলিয়ে বাংলার রাজনৈতিক পরিবেশে তুমুল অস্থিরতা তৈরি হয়। এখন কিছুটা থিতু হলেও একেবারে মুছে যায়নি। যতক্ষণ না জানা সম্ভব হচ্ছে, কী হতে চলেছে হেভিওয়েটদের ভাগ্য।
ব্যুরো রিপোর্ট