Trending
রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইস্কনের সাধুসন্তদের একাংশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের মন্তব্যে কার্যত তোলপাড় হয় রাজ্য রাজনীতি। আর সেই মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ককে জিইয়ে রাখল বিজেপি। করল নির্বাচনী প্রচারের ট্রাম্পকার্ড। এরইমধ্যে আবার জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগ ওঠে দুষ্কৃতিদের বিরুদ্ধে। অভিযোগের তির যথারীতি শাসকদলের বিরুদ্ধে। এবার রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগকেও ‘ভোট-অস্ত্র’ করে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন মোদী। তাঁর দাবি, হিন্দু সাধু-সন্তদের মুখ্যমন্ত্রী ‘হুমকি’ দিচ্ছেন বলেই তৃণমূলের গুন্ডাদের সাহস বেড়ে গিয়েছে! এ বিষয়ে আরও কি বললেন প্রধানমন্ত্রী? শুনুন…
নিজের ভোটব্যাঙ্ক বাড়াতে যথেচ্ছাচার করছে তৃণমূল। বাংলার এবং বাংলার মানুষের এই হাল হবে কেউ কোনোদিন ভেবেছিল? প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তবে এ নিয়ে পাল্টা মোদীকে টিপ্পনী কাটে তৃণমূল মুখপাত্র অরূপ বিশ্বাস। কিন্তু রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ বা ইস্কনের মতো ধর্মীয় প্রতিষ্ঠান যে ভোট ব্যাঙ্ক টানার কেন্দ্রবিন্দু হতে পারে, তা বোধ হয় সত্যিই বাংলার মানুষ স্বপ্নেও ভাবেনি। এবং এই ধর্মীয় মেরুকরন আদৌ কতটা স্ট্র্যাটেজিক মুভ? তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।