Trending
তৃতীয়বারের জন্য মনোনয়ন জমা দিয়েছেন নরেন্দ্র মোদী। গঙ্গা স্নান সেরে দশাশ্বমেধ ঘাটে পুজো দিয়ে তারপর বারাণসীর কালভৈরবের মন্দিরে পুজো দেন তিনি। বিজেপির লক্ষ্য তিনি বেঁধেছেন ৪০০ পার। কিন্তু একাধিক বিরোধী নেতাদের বক্তব্য, এবারে বিজেপি সরকার গঠন করতেই পারবে না। তবে হাল ছাড়লে তো চলবে না। লক্ষ্য সেটাই থাকবে। আর যে কারণে গোটা দেশ জুড়ে চলছে মোদীর যাতায়াত। সেই নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী থাকার জন্য মনোনয়ন জমা দিয়েছেন। সেই মোতাবেক কত সম্পত্তির মালিক নরেন্দ্র মোদী? চলুন, জেনে নিই।
নির্বাচন কমিশনকে নরেন্দ্র মোদী যে হলফনামা জমা দিয়েছেন, সেই অনুযায়ী মোদীর অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৩ কোটি ২ লক্ষ টাকা। তাঁর হাতে নগদ রয়েছে ৫২ হাজার ৯২০ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষের নিরিখে ২০২২-২৩ অর্থবর্ষে নরেন্দ্র মোদীর আয় ১১ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ২৩ লাখ ৫০ হাজার টাকা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নরেন্দ্র মোদীর দুটি অ্যাকাউন্ট রয়েছে। গান্ধীনগরের এসবিআই ব্রাঞ্চে রয়েছে ৭৩ হাজার টাকার কিছু বেশি। বারাণসীর ব্রাঞ্চে রয়েছে ৭ হাজার টাকা মত। এছাড়া ফিক্সড ডিপোজিট রয়েছে ২ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকার কিছু বেশি।
নরেন্দ্র মোদীর কাছে রয়েছে চারটি সোনার আংটি, যার বাজারমূল্য ২ লক্ষ ৬৭ হাজার ৭৫০ টাকা। আর এই সব মিলিয়েই নরেন্দ্র মোদীর অস্থাবর সম্পত্তির অঙ্কটা পৌঁছে গিয়েছে ৩ কোটি ২ লক্ষ ৬ হাজার টাকার একটু বেশি। এনএসসি রয়েছে ৯ লক্ষ ১২ হাজার ৩৯৮ টাকা। বন্ড বা মিউচুয়াল ফান্ডে তাঁর কোন বিনিয়োগ এই মুহূর্তে নেই। নেই কোন ঋণ। সরকারের বকেয়া কিছু তাঁর কাছে নেই। নেই কৃষিজমি, বাড়ি বা গাড়ি। অর্থাৎ স্থাবর সম্পত্তির পরিমাণ একেবারে শূন্য।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ