Trending
চাকরিতে রেট কার্ড লাগিয়ে রেখেছে! পয়সা দাও, চাকরি নাও। মন্ত্রীরা খোলাখুলি চাকরি বিক্রি করেছেন। নতুন প্রজন্মকে নিলাম করেছে তৃণমূল। ষষ্ঠ দফা নির্বাচনের আগে মেদিনীপুরে ভার্চুয়াল সমাবেশের মাধ্যমে বর্তমান রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন মোদী।
তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। যার এজলাসে এতদিন চাকরি দুর্নীতি নিয়ে মামলা চলেছে। তাই তাঁর লোকসভা কেন্দ্রে এসে মোদীর প্রচারে চাকরি দুর্নীতির স্পষ্ট আভাস থাকবে, সেটা আন্দাজ করা গিয়েছিল। এর পাশাপাশি, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের শিল্প সম্ভাবনা, বিশেষ করে তমলুকের শিল্প সম্ভাবনা তৃণমূল সরকারের নজর থেকে দূরে রয়েছে বলেও সমালচনা করেন তিনি। মোদী আরও বলেন..
চাকরিপ্রার্থীদের জন্য যদি কেন্দ্রের তরফে রিপোর্ট কার্ড থাকে তবে তৃণমূলের রয়েছে রেটকার্ড। ষষ্ঠ দফা ভোটের আগে মেদিনীপুরে প্রচারসভা সারতে আসেন মোদী। আর সেখানে দাঁড়িয়েই চাকরি দুর্নীতি নিয়ে বাংলার বর্তমান শাসকদলের ব্যাপক সমালচনা করেন তিনি। নরেন্দ্র মোদীর ভার্চুয়াল সমাবেশের পর এই একই সুরে সুর মেলান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।