Daily

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরও এক নয়া পদক্ষেপ। আসতে চলেছে, ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা এবং ২০ টাকার বিশেষ কয়েন। থাকছে কিছু বিশেষত্বও।
নিত্যদিনের জীবন যাপনের ক্ষেত্রে কয়েনের ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, সে কথা কারোরই অজানা নয়। তাই গত সোমবার নরেন্দ্র মোদীর হাত ধরে সর্বসমক্ষে আসলো ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা এবং ২০ টাকার এই বিশেষ কয়েন। উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং। কেন এই কয়েনগুলো ‘ বিশেষ ‘ বলা হচ্ছে?
নতুন ধরনের কয়েনে থাকছে ‘AKAM’-এর লোগো। প্রসঙ্গত, ৬ জুন থেকে ১১ জুন সপ্তাহটি আজাদি কা অমৃত মহোত্সব (‘AKAM’) হিসেবে পালন করা হচ্ছে। আর এই নতুন কয়েন দৃষ্টিহীন ব্যক্তিরাও সহজেই চিনতে পারবেন বলে জানান, প্রধানমন্ত্রী।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ