Daily

নারদ মামলার শুনানির কোন সমাধান সূত্র বেরিয়ে এল না আজকেও। আদৌ কি নারদ মামলা অন্য রাজ্যে স্থানান্তরিত হবে? সেই উত্তরও অমীমাংসিত রইল আজকের শুনানিতে। বাংলায় নারদ মামলা চালিয়ে জাওয়া নিয়ে সিবিআই প্রথম থেকেই ভ্রু কুঁচকে রেখেছে। তাই অন্য রাজ্যে এই মামলা নিয়ে যাবার আর্জি জানিয়েছিল সিবিআই। পরে এই মামলা বৃহত্তর বেঞ্চে স্থানান্তরিত হয়। সোমবার সকাল ১১টায় এই মামলা শুনানির কথা ছিল। কিন্তু সিবিআইয়ের তরফে আইনজীবী তুষার মেহতার ব্যস্ততার দরুন মামলা শুরু হয় বেলা দুটো নাগাদ।
এদিকে শুনানি শুরু হতেই বৃহত্তর বেঞ্চে যাতে এই মামলা না শোনা হয় তার আর্জি জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। শুরুতেই তিনি জানান, যখন এই মামলায় স্থগিতাদেশ দেওয়া হয় তখন সকলের কথা না শুনেই রায় দেওয়া হয়েছিল। এছাড়াও তিনি আরেকটি ক্ষেত্রে বিরোধিতা করেন, যেখানে তিনি জানান, মামলা স্থানান্তরের নির্দেশ এই আদালত দিতে পারেনা। এর পরেই দুপক্ষের মধ্যে প্রবল বাকবিতণ্ডা তৈরি হয়।
এদিকে বৃহত্তর বেঞ্চ মামলার শুনানি নিয়ে কিশোর দত্তকে প্রশ্ন করেন, এই মামলা যখন সুপ্রিম কোর্টে গেছিল, তখন কেন কোন প্রশ্ন তোলেনি রাজ্য সরকার। এরপরেই তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়ে রাজ্য এবং সিবিআইয়ের অ্যাডভোকেট। আবেদনকারী হিসেবে সিবিআইয়ের আইনজীবি তুষার মেহতা জানান, তাঁদের সমস্ত দাবি অনলাইনে দেওয়া হচ্ছে। কিন্তু যান্ত্রিক গোলযোগের জেরে সেই নথি এসে পৌঁছয়নি। অর্থাৎ দিনের শেষে সকল নথি এসে না পৌঁছনয় স্থগিত হয়ে যায় শুনানি। পরবর্তী শুনানির হবে মঙ্গলবার।
ব্যুরো রিপোর্ট