Jobs

৮৬ টি শূন্য পদে লোক নিয়োগ করবে ন্যালকো অর্থাৎ ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডে। এক্সিকিউটিভ পদে চাকরিতে যোগদান করার সুযোগ করে দিচ্ছে ন্যালকো। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে।
ইচ্ছুক প্রার্থীরা mudira.nalcoindia.co.in ওয়েবসাইটে ক্লিক করে এই বিষয়ে বিশদে জানতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৮ নভেম্বর থেকে। আবেদন করা যাবে ৭ ডিসেম্বর পর্যন্ত। তবে শিক্ষাগত যোগ্যতা ও বেতন পরিকাঠামো সম্বন্ধে কিছুই জানানো হয়নি এই বিজ্ঞপ্তিতে।
প্রার্থীদের আবেদনপত্রের ভিত্তিতে নিয়োগের জন্য প্রথমে নাম শর্টলিস্টেড করা হবে। পরবর্তীতে শর্টলিস্ট প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তবে প্রার্থীদের সুবিধার্থে ফর্মের একটা প্রিন্ট নিজেদের কাছে রেখে দেওয়া খুবই জরুরি।
ব্যুরো রিপোর্ট