Daily
অতিমারি পর্বে অনেকেই হারিয়েছেন দুবেলা অন্ন সংস্থানের শেষ আশাটুকু। কিন্তু এই পৃথিবী এতটাও কলুষিত হয়নি। বেশ কিছু মানুষ, সংস্থা এগিয়ে এসেছে দুর্ভোগ পোয়ানো এই মানুষগুলোর পাশে। ঠিক যেমন হৃদয়পুর নব সোপান স্বেচ্ছাসেবী সংস্থা। যারা লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহযোগিতায় শুধু বড়দের জন্যই নয় একেবারে দুঃস্থ কচিকাঁচাদের জন্য নিয়ে এসেছে মিশন মিল্ক প্রজেক্ট। কি এই মিশন মিল্ক প্রোজেক্ট বললেন কোভিড ম্যানেজমেন্ট প্রটোকল মনিটরিং কমিটির জেলা কো-অর্ডিনেটর এবং আইএমএর রাজ্য শাখার যুগ্ম অর্থসচিব ডাক্তার বিবর্তন সাহা।
শুধু এখানেই শেষ নয়। মঙ্গলবার লকডাউনে হৃদয়পুর স্টেশন সংলগ্ন শতাধিক দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হল পর্যাপ্ত চাল দু রকমের ডাল তেল চিনি সয়াবিন ছাতু লবণ হলুদ গুঁড়ো সাবান সহ অন্যান্য খাদ্যদ্রব্য। এইসকল খাদ্যদ্রব্য নিজের হাতে তুলে দেন ডাক্তার বিবর্তন সাহা সহ সমাজসেবী নির্মল রায় চৌধুরী হৃদয়পুর সম্পাদিকা রত্না রায় সৌভিক ঘোষ সুপর্ণা মন্ডল সহ বিশিষ্টজনেরা।
একদিকে যখন প্রতিবারই ক্রমশ মানুষেমানুষের দূরত্ব তৈরি করছে ঠিক তখনই কোভিড কালে এক অনন্য মানবতার নজির গড়ল হৃদয়পুর নবসোপান সহ লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন।
অঙ্কিত মুখার্জী, বারাসাত