Daily

অতিমারিতে সংকট সর্বত্র। অর্থ থেকে ভ্যাকসিন- সবক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে সংকোচন। অনেকের কাছে টাকা আছে কিন্তু সেন্টারে পর্যাপ্ত টিকার অভাব। কোথাও আবার নিখরচায় টিকা দিতে গিয়ে দেখতে হচ্ছে ভ্যাকসিন না থাকার নোটিশ। গোটা দেশের ছবিটা মোটের ওপর অনেকটা এমনই। পার্থক্য নেই খুব একটা। আর ঠিক এমনই একটা সময়ে মানুষের পাশে দাঁড়ালেন এক সমাজসেবী। না, কোন বাইরের ঘটনা নয়। একেবারে খোদ বারাসাতে। নিজের গ্যাঁটের কড়ি খরচ করে ৭০ জন মানুষের টিকাকরণের ব্যবস্থা করলেন। তিনি বারাসাতের একজন বিশিষ্ট সমাজসেবী হিসেবে পরিচিত সরোজিনী পল্লীর বাসিন্দা নবনীতা চক্রবর্তী। শনিবার দুপুরে সম্পূর্ণ তার ব্যক্তিগত উদ্যোগে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় সাধারণ মানুষদের বিনামূল্যে করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করে দিলেন তিনি।
নিখরচায় সাধারণ মানুষকে ভ্যাকসিন দেবার জন্য প্রাথমিক পর্যায়ে তিনি কোনরকম প্রশাসনিক সহায়তা পাননি। আর সেই কারণে ইচ্ছে থাকলেও জেলা স্বাস্থ্য আধিকারিক ও বারাসাত পুরসভার অনুমতি না থাকায় বারাসাত হেলাবটতলা সংলগ্ন মিলনী মাঠে করোনা ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করতে পারেননি। তবে তাঁর এই উদ্যোগকে পূর্ণ সমর্থন জুগিয়েছে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার। এই সংস্থার সহযোগিতা পেয়ে মানুষের সুবিধার্থে এই উদ্যোগ তিনি গ্রহণ করেছেন। তবে নবনীতা দেবির ইচ্ছে আছে আগামী দিনে সরকারি অনুমতি নিয়ে মানুষের জন্য করোনার ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করার।
অঙ্কিত মুখার্জী, বারাসাত