Jobs

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশেই ফাটাফাটি চাকরির সুযোগ। দেশজুড়ে প্রায় ২০০০ এর কাছাকাছি গ্রুপ সি কর্মী নিয়োগ করছে নবোদয় বিদ্যালয়। আবেদন করা যাবে দেশের যেকোনো প্রান্ত থেকে। ১৯২৫ টি শূন্য পদে গ্রুপ সি কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে নবোদয় বিদ্যালয়তে। শুধুমাত্র গ্রুপ সি-ই নয়, নিয়োগ করা হবে গ্রুপ এ এবং গ্রুপ বি পদেও। তবে সর্বাধিক শূন্যপদের সংখ্যা গ্রুপ সি পদেই। আবেদনের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি। আর বাচাইনপ্রক্রিয়া শুরু হবে ১ মার্চ থেকেই।
যেসব প্রার্থীরা এই শূন্যপদে আবেদন করতে ইচ্ছুক তারা শীঘ্রই https://navodaya.gov.in/nvs/en/Home1 এই ওয়েবসাইটে যোগাযোগ করুন। এখানেই নিয়োগ সংক্রান্ত বিবৃতিটি পাবেন। সেটি ভালো করে পড়ে আবেদনপত্রটি পূরণ করে ফেলুন। নিয়োগ করা হবে মাল্টি টাস্কিং স্টাফ, ল্যাব অ্যাটেনডেন্ট, মেস হেল্পার, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, ইলেক্ট্রিসিয়ান কাম প্লাম্বার, মহিলা নার্স সহ অজস্র শূন্যপদে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, দক্ষতা যাচাই এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য কর্মী বাছাই করবে প্রতিষ্ঠানটি।
শিক্ষাগত যোগ্যতা
গ্রুপ সি পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ হলেই হবে। একই সঙ্গে অন্যান্য যেসব পদ রয়েছে সেখানে মাধ্যমিক পাশের সঙ্গের নির্দিষ্ট ট্রেডে আইটিআই যোগ্যতা, স্নাতক, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি যোগ্যতা থাকতে হবে।
বয়সের সময়সীমা
বিভিন্ন পদে আবেদনের জন্য বয়সের সময়সীমা ভিন্ন। তবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর( নির্দিষ্ট কিছু পদের ক্ষেত্রে) বয়সীরা আবেদনের জন্য যোগ্য। বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারেন।
ব্যুরো রিপোর্ট