Daily

প্রতি বছরের মত এবারেও অনুষ্ঠিত হল নাবার্ড আয়োজিত হস্তশিল্প উৎসব। গত ২ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত কোলকাতার সল্টলেকের ঐক্যতান ময়দানে হস্তশিল্প উৎসব ২০২২ এর আয়োজন করেছিল রাষ্ট্রীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্ক নাবার্ড। মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবারের হস্তশিল্প উৎসবের শুভ উদ্বোধন করেন কোপারেটিভ পঞ্চায়েত গ্রামন্নয়ন দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটরি এম ভি রাও।
এবারের হস্তশিল্প উৎসব প্রাঙ্গন ছিল রাজ্যের প্রতিটি জেলার পেইন্টিং, পটারি, টেক্সটাইল, জুয়েলারি, মেটাল ক্র্যাফট সহ আরও নানান হ্যান্ডমেড উপকরণ নিয়ে একেবারে সুসজ্জিত। দেশের ১৯ টি রাজ্যের শিল্পীরা নাবার্ড আয়োজিত এবারের হস্তশিল্প উৎসবে সামিল হয়েছিলেন তাঁদের হাতের তৈরি নিপুণ সৃষ্টি নিয়ে। এছাড়াও ব্যাম্বু আর্টিস্ট থেকে শুরু করে জুট অ্যান্ড ন্যাচারাল ফাইবার আর্টিস্ট এবং রাজ্যের ১৯ টি জেলার গ্রামীণ শিল্পীরাও যোগদান করেছিলেন এই উৎসবে। শিল্পীরা সকলে মিলে পসরা সাজিয়ে বসেছিলেন বিক্রিবাটার জন্যে। শিল্পীদের বিক্রি বাড়ানোর জন্যেও কিছু সাজেশন দেন উপস্থিত কর্মকর্তারা।
উৎসবে উপস্থিত গেস্টরা ঘুরে দেখেন মেলার প্রতিটি স্টল। কথা বলেন শিল্পীদের সঙ্গে। এছাড়াও শিল্পীরা যাতে ভবিষ্যতে তাঁদের কর্মকাণ্ডের জন্য সঠিক দাম পান, সেই অনুযায়ী সবরকম সাহায্যের আশ্বাস দেন নাবার্ডের কর্মকর্তারা। শিল্পীদের আর্থিক সাহায্য প্রদান করার পাশাপাশি সঠিক প্রশিক্ষণ এবং প্রযুক্তি হস্তান্তর করানো সহ কিভাবে শিল্পজাত দ্রব্যের ভালো বাজার পাওয়া যায়, সেদিকেও বিশেষ নজর দেবেন বলে জানান তারা। একইসঙ্গে এই মেলার গুরুত্ব নিয়েও কথা বলেন তারা।
এছাড়াও এদিনের অনুষ্ঠান সেজে উঠেছিল পুরুলিয়ার ছৌ নৃত্য ও অন্যান্য শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে। নাবার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিজিএম শুভা মোদী, নাবার্ড কোলকাতার সিজিএম এআরখান সহ আরও অনেকে। অনুষ্ঠানে এসেছিলেন ফারমারস প্রডিউসার কোম্পানি, এস এইচ জি গ্রুপের কর্মীরাও।
সুব্রত সরকার
কলকাতা