Daily
বাঁকুড়ার গিয়াসুদ্দিন হোক কিংবা পুরুলিয়ার মমতা অথবা নদীয়ার নিমাই- আত্মবিশ্বাসের সঙ্গে এঁরাও এগিয়ে চলেছে আত্মনির্ভর ভারতের উদ্দেশ্যে। আর পাঁচজনের মতো এঁরাও স্বপ্ন দেখে দেশের অর্থনৈতিক উন্নয়নের। আর সেই স্বপ্নকে সত্যি করতে তারা কেউ নিজের জমিতে ফসল ফলায়, কেউ আবার স্বনির্ভর গোষ্ঠীকে এগিয়ে নিয়ে চলে। আর দীর্ঘদিন ধরে তাদের এই স্বপ্নকে সত্যি করার সাহস জুগিয়ে আসছে, নাবার্ড- ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট।
১২ জুলাই ১৯৮২- গ্রামবাংলার মানুষের পাশে থাকার জার্নি শুরু করলো নাবার্ড। উদ্দেশ্য একটাই- দেশের কৃষি ও গ্রামীণ বিকাশ। একে দুয়ে করে আজ নাবার্ডের এক ছাতার তলায় থাকা সদস্যের সংখ্যা প্রচুর। গোটা ভারতবর্ষে তো বটেই, বাংলার প্রতিটি জেলায় কৃষি ও গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে চাষিদের ঋণ প্রদান করে নাবার্ড। প্রতিবছরের মতো এবছরেও সেই ঋণ প্রদানের উদ্দেশ্যে একটি স্টেট ক্রেডিট সেমিনারের আয়োজন করে নাবার্ড।
২০২৩-২৪ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের কৃষি ও গ্রাম উন্নয়নের জন্য ২ লক্ষ ৭০ হাজার ৬০৫ কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা নিয়েছে নাবার্ড, যা গতবছরের তুলনায় প্রায় ৯.৩ শতাংশ বেশি। যার মধ্যে
প্লেটঃ
ক্রপ প্রোডাকশন, মেইটেনেন্স এবং মার্কেটিং বাবদ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা
ওয়াটার রিসোর্স বাবদ ৭৬৮ কোটি টাকা
ফার্ম মেকানাইজেশন বাবদ ৩হাজার ৯২১ কোটি টাকা
প্ল্যান্টেশন অ্যান্ড হর্টিকালচার বাবদ ৩ হাজার ৭৫১ কোটি টাকা
ফরেস্ট্রি এবং ওয়েস্ট ল্যান্ড ডেভলপমেন্টের জন্য ৩০৫ কোটি টাকা
ডেয়ারি ডেভলপমেন্ট বাবদ ৩ হাজার ৮৪০ কোটি টাকা
পোল্ট্রি ডেভলপমেন্ট বাবদ ৫ হাজার ৬৩৯ কোটি টাকা
ফিসারি ডেভলপমেন্ট বাবদ ৩ হাজার ৫৯৭ কোটি টাকা
ইন্টিগ্রটেড ফারমিং সিস্টেম বাবদ ১০৯ কোটি টাকা
ধার্য করা হয়েছে নাবার্ডের পক্ষ থেকে। সেমিনারে স্টেট ফোকাস পেপার ছাড়াও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ২০২২ –২০২৩ লঞ্চ করা হয়। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলার সফল কৃষকদের অ্যাওয়ার্ড দেওয়া হয়। সবমিলিয়ে, পশ্চিমবঙ্গে অগ্রাধিকার খাতে ঋণের জন্য ৯ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে নাবার্ড।
তবে, শুধু কৃষি এবং গ্রামউন্নয়ন বাবদই নয়। এর পাশাপাশি এমএসএমই বাবদ ১ লক্ষ ১৯ হাজার ৭৬২ কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা রেখেছে নাবার্ড। যার মধ্যে-
প্লেটঃ
এক্সপোর্ট ক্রেডিট বাবদ ২ হাজার ১৩০ কোটি টাকা
এডুকেশন লোণ বাবদ ৪ হাজার ৫৪৭ কোটি টাকা
হাউজিং বাবদ ১২ হাজার ৬৪৮ কোটি টাকা
রিনিউয়েবল এনার্জি বাবদ ৮২৪ কোটি টাকা
সোশ্যাল ইনফাস্ট্রাকচার ইনভল্ভিং ব্যাঙ্ক ক্রেডিট বাবদ ২ হাজার ৮৯৫ টাকা
ধার্য করেছে নাবার্ড। ভবিষ্যতে কৃষি ক্ষেত্রে বিপ্লব আনতে পারে এরকম অনেক টেকনোলজি ইন্ট্রডিউস করার বিষয়ে নাবার্ডের সহযোগিতায় কাজ করে চলেছে জেলায় জেলায় থাকা ফার্মার্স প্রোডিউসার ক্লাবগুলিও। যার উদাহরণস্বরূপ এদিনের অনুষ্ঠানে ড্রোন টেকনোলজির বিষয়েও একপ্রস্থ আলোচনা সারেন অনুষ্ঠানে উপস্থিত বীরভূম জেলার নাবার্ডের ডিডিএম মিঃ অনুপম পট্টনায়েক।
এদিনের এই স্টেট ক্রেডিট সেমিনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ফিনান্স এসিএস ডক্টর মনোজ পন্থ, এগ্রিকালচার এসিএস ওঙ্কার সিং মিনা, নাবার্ডের সিজিএম ঊষা রমেশ, এসএলবিসির জিএম শিব শংকর সিং, আরআইবি-র আরডি আর কেশোভন সহ আরও অনেকেই।
সুব্রত সরকার
বিজনেস প্রাইম নিউজ