Daily

শনিবার থেকে নয়া নির্দেশিকা জারি করল নবান্ন। এবার থেকে রাত ১০ পর্যন্ত ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে সেলুন ও বিউটি পার্লার। রুটিরুজির কথা চিন্তা করে নিয়ম বদলানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি রাজ্য সরকার ঘোষণা করেছিলেন চলতি মাসেই ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে সুইমিং পুল, স্পা, সেলুন, বিউটি পার্লার। এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই অনেকেই প্রতিবাদে সরব হয়েছেন। মালিক ও কর্মচারীদের সংসারের কথা ভেবে নিয়ম বদলালো। রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে সেলুন ও বিউটি পার্লার। এমনকি, সেলুন, পার্লারের কর্মী এবং গ্রাহকদের দু’টি টিকাই নেওয়া আছে কিনা তা নিশ্চিত করতে হবে মালিকদের। নয়া এই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।
ব্যুরো রিপোর্ট