Daily
আচ্ছা, ধরুন কোনোদিন এমন হল যে, আপনি বেনারসের মোহময়ী গঙ্গা আরতি দেখবেন বলে নৌকোয় উঠলেন, দেখলেনও। তারপর সেই নৌকোয় চড়েই পৌঁছে গেলেন কাজিরাঙ্গার গহন অরণ্যে। সম্পূর্ণ আলাদা দুটো ফ্লেভর, কিন্তু দুটোই আপনাকে মুগ্ধ করবে। কী মনে হয়, আপনার মুগ্ধতা এখানেই শেষ? দাঁড়ান দাঁড়ান। রয়েছে আরও অনেক কিছু। বেনারস থেকে শুরু করে বিহার হয়ে নৌকো পৌঁছল কোলকাতায়। নামলেন রয়্যাল বেঙ্গলের সাম্রাজ্যে। এরপর ভারতের সীমানা ছাড়িয়ে সেই নৌকোই পৌঁছে গেল বিদেশে- মানে বাংলাদেশে। তারপর বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে, ফের ব্যাক টু ইন্ডিয়া। ব্রহ্মপুত্র দিয়ে নৌকো পৌঁছল স্বদেশে, আসামে। একযাত্রায় এতটা রাস্তায় গঙ্গা বিলাস করার সুযোগ কি আর হাতছাড়া করা যায়? আর সেই সুযোগকে বাস্তবায়িত করতেই আজ থেকে শুরু হল গঙ্গা বিলাসের মহাযাত্রা।
গঙ্গাবিলাস। বিশ্বের দীর্ঘতম লাক্সারি ক্রুজ। যা পারি দিতে চলেছে ৩ হাজার ২০০ কিলোমিটারের নদীপথ, বিশ্বের ইতিহাসে এই প্রথম কোন ক্রুজ এত দীর্ঘ নদীপথে যাত্রা শুরু করছে। বারানসি থেকে বিহার, কোলকাতা হয়ে বাংলাদেশ ঘুরে ক্রুজের যাত্রা থামবে আসামের দিব্রুগরে। গঙ্গা বিলাসে করে ঘুরে আসতে পারেন হেরিটেজ তকমা পাওয়া ৫০ টি পর্যটন কেন্দ্রে। ভারত বাংলাদেশ মিলিয়ে প্রায় ২৭ টি নদীপথে ঘুরে আসাম পৌঁছতে গঙ্গা বিলাস প্রমদতরীর সময় লাগবে ৫১ দিন। আর আজ ভারচুয়াল মিটিং-ে উপস্থিত থেকে এই প্রমদতরীর শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী। মূলত বিদেশী পর্যটকদের সর্বোচ্চ বিলাস বিনোদনের কথা মাথায় রেখেই এটি শুরু করা হয়েছে। পাশাপাশি পর্যটকদের থাকার ব্যবস্থা করার জন্য বারানসিতে ২০০ টি তাঁবু নিয়ে তৈরি হওয়া টেন্ট সিটির উদ্বোধনও করেন তিনি। এই টেন্ট সিটি থেকেই নাকি সরাসরি গঙ্গারতি দেখতে পাবেন পর্যটকেরা।
৫১ দিনের এই যাত্রাপথে, গঙ্গা, ব্রহ্মপুত্রের মতো বড় বড় দুটো নদী পেরবে গঙ্গা বিলাস। অতিথিদের জন্য থাকছে বিলাসবহুল ফ্যাসিলিটি। গঙ্গাবক্ষে ফাইভ স্টারের ফ্যাসিলিটি- এমনিই ব্যাপারটা সকলের মধ্যে ক্রেজ তৈরি করবে। ভাড়া রাখা হয়েছে মাথাপিছু ২৫ হাজার টাকা পার নাইট। স্যুটের ডিজাইনে সকলে মুগ্ধ হবেন। স্যুটে শাওয়ার-সহ বাথরুম, রূপান্তরযোগ্য বিছানা, ফ্রেঞ্চ ব্যালকনি, এলইডি টিভি, স্মোক ডিটেক্টর, লাইভ ভেস্ট, স্প্রিঙ্কলার, জিম, রেস্তোরাঁ, সানডেক- এই সমস্ত সুবিধাই থাকবে। জাহাজে থাকবেন ৪০ জন ক্রু মেম্বার আর ৩৬ জন পর্যটক। বারানসি, সারনাথ, সুন্দরবন, বাংলাদেশ, গৌহাটি ঘেঁষে চলা এই প্রমদতরীর হাত ধরে ভারতের পরিবহণ, পর্যটনে একটা নতুন দিনের সূচনা হতে চলেছে, সে বিষয়ে আশাবাদী ভারত সরকার। পূর্ব ভারতের ট্রেড এবং ট্যুরিজম ডেভল্পমেন্টে বিশেষ ভূমিকা রাখবে গঙ্গা বিলাস। বাড়বে কর্মসংস্থান, সচল হবে আর্থিক গতিপথ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ