Trending

গত মাস থেকেই খবরের শিরিনামে রয়েছেন মাস্ক। প্রথমে টুইটার কেনা। তারপর টুইটার নিয়ে টালবাহানা। এসব নানা কারণেই মাস্ক এখন হট টপিক। এরই মধ্যে টেসলা নিয়ে এল বড় খবর। এবার টেসলার শেয়ার বেচা নিয়ে ফের চর্চায় বিশ্বের ধনীতম ব্যাক্তি। শোনা যাচ্ছে টেসলার ১৯.৫ মিলিয়ন টাকার শেয়ার বিক্রি করেছেন ইলন মাস্ক। ভারতীয় মুদ্রায় যে সংখ্যাটা ৩২ হাজার কোটি টাকা।
টুইটার কেনার পর এখন এই মাইক্রোব্লগিং সাইট নিয়ে নানন সিদ্ধান্ত নেওয়া নিয়ে এখন ভীষণ ব্যস্ত মাস্ক। আর সেই জন্যই টেসলার শেয়ারে এর প্রভাব পড়েছে বলে মনে করছেন বিনিয়োগকারীদের একাংশ। এক ধাক্কায় মাস্কের সম্পত্তির পরিমাণ ২০০ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছে। প্রসঙ্গত, গত দুদিনে মাস্কের সম্পত্তির পরিমাণ কমেছে ১০ বিলিয়ন ডলার মতো।
তবে টেসলার শেয়ার মাস্ক এই প্রথমবারের জন্যই বিক্রি করেননি। এখনও পর্যন্ত মত ২০ বিলিয়ন ডলার টেসলার শেয়ার বিক্রি করেছেন মাস্ক। তবে টেসলা কর্তা জানিয়েছেন যে, এর মধ্যে টেসলার শেয়ার বিক্রির আর কোন সম্ভাবনা নেই।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ