Trending

ভারতের নেটবাজারে এবার প্রবেশ করতে চলেছেন বিশ্বের অন্যতম ধনকুবের এলন মাস্ক। জানা গিয়েছে, আগামী বছরের মধ্যেই এলন মাস্ক ব্রডব্যান্ড পরিষেবা চালুর পরিকল্পনা করছে। মেট্রো শহর ছাড়াও ভারতের গ্রামাঞ্চলে নিজেদের পরিষেবা ছড়িয়ে দেবে স্পেস এক্স। যা রীতিমত কড়া চ্যালেঞ্জ দিতে পারে এশিয়ার ধনকুবের মুকেশ অম্বানির জিও এবং এয়ারটেলকে।
সূত্রের খবর, আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই এলন মাস্কের সংস্থা ভারতব্যাপী তাদের নেট পরিষেবা ছড়িয়ে দেবে। গ্রাহকদের জন্য সবচেয়ে স্বস্তির খবর হল, স্পেস এক্সের ব্রডব্যান্ডের পরিষেবা পাওয়া যাবে যথেষ্ট ন্যুনতম খরচে। কারণ গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়ার জন্য স্পেস এক্সের ব্রডব্যান্ডের পরিষেবামূল্য রাখা হতে পারে সাধ্যের মধ্যেই। স্বাভাবিকভাবেই, গ্রামের মানুষরা অনেক বেশি আকৃষ্ট হবেন কম খরচে নেট পরিষেবা পাওয়ার জন্য। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, ইতিমধ্যেই ৫০০০ প্রি অর্ডার এসে গিয়েছে সংস্থার কাছে। যা আরো বেশি করে ভারতে নেট পরিষেবা ছড়িয়ে দিতে জ্বালানী হিসেবে কাজ করছে।
বর্তমানে, ভারতের নেট দুনিয়ায় কার্যত আধিপত্য ছড়িয়েছে মুকেশ অম্বানির জিও। এছাড়া রয়েছে এয়ারটেলের মত পরিষেবা। সেদিক থেকে দেখতে গেলে স্পেস এক্স ভারতে ব্রডব্যান্ড পরিষেবায় নতুন পদক্ষেপ রাখতে পারে। আর প্রথম কিস্তিতেই বাজিমাত করার লক্ষ্য রেখেছে এলন মাস্ক।
ব্যুরো রিপোর্ট