Daily

মনের ইচ্ছা, একাগ্রতা আর অনুশীলন থাকলে , কিছু করতে চাইলে ব্যর্থতা আসেনা। এই রকমই একটি কঠিন কাজ সহজেই করে ফেললো মধ্যপ্রদেশের মুশারিফ খান। মুশারিফ অষ্টম শ্রেণীর ছাত্র, বয়স মাত্র 12 বছর । ভগবত গীতার শ্লোক সে ঝরঝরে আবৃতি করতে পারে। সে শুধু তোতাপাখির মতো মুখস্তই করে নি, গীতার প্রতিটি শ্লোক সে ভালই বোঝে। জানাযায় মুশারিফ মেমোরি রিটেনশন কোর্স করেছে। সেই কোর্সের জন্য মুশারিফ বেছে নিয়েছিল শ্রীমৎ ভাগবত গীতা কে। এখন সে ভাগবত গীতার ৭০১ টি শ্লোকের মধ্যে ৫০০ টি অনায়াসে বলতে পারে। স্মৃতি ধারনের কৌশল শিখতে মুশারিফকে সহায়তা করেছেন বৈদিক গণিতের শিক্ষিকা রোহিণী। তিনি বলেন, স্মৃতি ধরনের কৌশল শিখতে তিনি মুশারিফকে তিনটি বিকল্প দেখেছিলেন। প্রথম, বিকল্প ছিল অভিধান মনে রাখার চেষ্টা, দ্বিতীয় বিকল্প ছিল সংবিধান আর তৃতীয় বিকল্প ভগবত গীতা। ভগবত গীতাকেই বেছে নেয় ষষ্ঠ শ্রেণী এই ছাত্রী । সেই থেকেই ভগবত গীতার শ্লোক মনে রাখা শুরু করেছিল । মুশারিফের মতো আরো অনেকেই ভগবত গীতা কে বেছে নিয়েছিল, কিন্তু সব থেকে দ্রুত শ্লোক মুখস্ত করে ফেলে মুশারিফ। মুশারিফ জানান স্মৃতিধারণ কৌশলের শর্ট কোর্স এর পর আলাদা কিছু করতে চাইছিলাম । এই কারণে ভগবদ্গীতা বেছে নি। আমার মা সবসময় বলেন বাড়ির বাইরে আমার সবাই এক। আমরা একজন মানুষ মাত্র। তিনি নিজেই আমায় ভগবত গীতা পড়ার অনুমতি দেন। তিনি চেয়েছিলেন আমি যেন সব ধর্ম বিষয়ে জ্ঞান রাখি । মুশারিফের মা বলেছেন আমরা তাকে এমনভাবে লালন-পালন করতে চাই যে ও বড় হয়ে ভাল মানুষ হয়।
ব্যুরো রিপোর্ট