Daily

রাত পেরোলেই অষ্টম দফায় নির্বাচন। মুর্শিদাবাদে মোট ২২টি বিধানসভার ১১টি কেন্দ্রে নির্বাচন রয়েছে আগামী কাল। এই জেলায় সমানে সমানে টক্কর হতে চলেছে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে। তবে ডার্ক হর্স হিসাবে এবারের নির্বাচনে পদ্ম শিবির এই জেলায় খাতা খুলতে মরিয়া। এর মধ্যেই রানিনগরে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃনমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার সকালে বিষয়টি নজরে আসতেই উত্তেজনা ছড়ায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। বিজেপির ওবিসি মোর্চার জেলা সভাপতি সৌরভ পাল অভিযোগ করে বলেন, ওই এলাকার সমস্ত ভোটই বিজেপির। এটা অনুমান করতে পেরে নিজেদের অস্তিত্ব ধরে রাখতেই তৃণমূলের এই ঘৃণ্য ষড়যন্ত্র। তবে ভোটের কয়েক ঘণ্টা আগে এই ঘটনায় এলাকায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে।
কুশল শরীফ, বহরমপুর