Daily

ডোমকল বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাফিকুল ইসলাম ২৮ এপ্রিল রাত্রি বেলায় নির্বচনী বিধি ভঙ্গ করে আট খানা গাড়ি নিয়ে শাহবাজপুর গ্রামে ভীতি প্রদর্শন করছিল বলে অভিযোগ । সেখানে স্থানীয় বাসিন্দাদের জমায়েত হয়। এই জমায়েতে উপস্থিত ছিলেন স্থানীয় জোট কর্মী কাদের আলী মন্ডল ও তার পরিবারের অন্য সদস্যরা। অভিযোগ, কন কিছু বুঝে ওঠার আগেই ডোমকল বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাফিকুল ইসলামি জোট কর্মী কাদের আলী মন্ডল পিতা-কাশেম আলী মন্ডল,ওয়াসিম আল মামুন পিতা-নুরুল ইসলাম,লালচাঁদ মন্ডল পিতা-রইসতুল্লা মন্ডল কে গাড়িতে চাপা দিয়ে চলে আসে । আশংকাজনক অবস্থায় দু জনকে হসপিটালে ভর্তি করা হয়। পরে কাদের আলী মন্ডল এর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুশল শরীফ, বহরমপুর