Daily

পিছোতে পারে রাজ্যের চার পুরনিগমের ভোট। নবান্নের তরফে ভোট পিছনোর আর্জি জানিয়ে চিঠি দেওয়া হয় কমিশনে। নবান্নের তরফে কমিশনে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় করোনার কারণে বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর এর পৌরসভার ভোট পিছলে তাদের কোনো আপত্তি নেই।
আগামি ২১ ও ২২ জানুয়ারি ভোট হওয়ার কথা ছিল বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর পুরসভায়। কিন্তু কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই বেশ কয়েকজন ভোট নিয়ে আপত্তি তুলে হাই কোর্ট এর দ্বারস্থ হয়। তারপরই হাই কোর্ট এর তরফে কমিশনের কাছে ভোট পিছিয়ে দেবার পরামর্শ দেওয়া হয় এবং অবশ্যই টা সম্পূর্ণ কমিশনের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে।
এরপই শুক্রবার হাই কোর্টের রায় নিয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়ে নবান্নে চিঠি দেয় কমিশন। তারই উত্তরে শনিবার রাজ্য ভোট পিছনোর পক্ষে সায় দেয় নবান্ন। চিঠিতে তারা জানায়, করোনা পরিস্থিতি মোকাবিলায় কমিশন যদি কিছু দিনের জন্য ভোট পিছিয়ে দেয়, তাতে তাদের আপত্তি নেই।
তাই শনিবার নবান্নের চিঠি পাওয়ার পরই বিকেলের মধ্যেই ভোট পিছিয়ে দেওয়ার ঘোষণা করতে পারে কমিশন বলে আশা করা হচ্ছে । সূত্রের খবর, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট চাইছে নবান্ন।
ব্যুরো রিপোর্ট