Prime
Daily
মুকুলের নিরাপত্তায় বহাল রাজ্য পুলিশ, কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন বলে দাবি মুকুলের
By Business Prime News | June 12, 2021
Daily
দলবদলের সঙ্গে সঙ্গেই বদল হলো নিরাপত্তার। কালকে তৃণমূল ভবনে যোগদানের পর মুকুল রায়ের নিরাপত্তা দেয় রাজ্য সরকার। এদিন সকালে কাঁচরাপাড়ার বাড়ি কলকাতায় রওনা হওয়ার সময় মুকুলের নিরাপত্তার দায়িত্ব নেয় রাজ্য পুলিশ। যদিও আগে থেকেই মুকুলের নিরাপত্তার দায়িত্ব ছিল কেন্দ্রীয় বাহিনীর হাতে। ঘনিষ্ঠ সূত্রে মুকুল রায় জানিয়েছেন, তিনি কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিয়েছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় বাহিনীর কাছে এখনো কোন লিখিত নির্দেশ না আসায় আজ কলকাতায় যাওয়ার সময় রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়েছেন।
মুকুল দল বদল করতেই রাজ্য সরকারের নিরাপত্তাই বহাল হবে সেটা বলাই বাহুল্য।
বিক্রম লাহা, ব্যারাকপুর