Daily
বিধানসভা নির্বাচনের আগে দল ভাঙানোর খেলায় নেমেছিল বিজেপি। এবার বিজেপির ঘর ভাঙ্গিয়ে বৃত্ত সম্পূর্ণ করল তৃণমূল।
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজই তৃণমূলে যোগ দিতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। সঙ্গে অবশ্যই বীজপুরের প্রাক্তন বিধায়ক তথা ছেলে শুভ্রাংশু রায়।
মুকুলের তৃণমূলে যোগদানকে কার্যত মেগা জয় বলেই ব্যাখ্যা করছে তৃণমূল শিবির। এদিকে মুকুলের যোগদানের দিনেই বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বলে দাবি করলেন সুজাতা খাঁ।
সুজাতার দাবি, কমবেশি ১৭ জন সাংসদ ও সত্তরের বেশি বিধায়ক আগামী দু’মাসের মধ্যে তৃণমূলে যোগ দেবে। সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে আবারও শিরোনামে উঠে আসছে দলবদলের খেলা।
যদিও বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো না হলেও বেসুরদের যে কোন জায়গা নেই আগেই জানিয়েছিল বিজেপি। মুকুল রায়ের তৃণমূলে যোগদানের জল্পনা চললেও তাঁর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট জানাচ্ছে তিনি এখনও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির পদে রয়েছেন।
এখন মুকুলের বিরুদ্ধে ঝুলে থাকা নারদা মামলা আগামীতে কোন দিকে মোড় নেয় সেদিকে যেমন নজর থাকবে রাজনৈতিক বিশ্লেষকদের একই সঙ্গে দলবদল খেলায় শেষ পর্যন্ত গোল খেয়ে বিজেপি আদৌ বিরোধীদলের তকমা ধরে রাখতে পারবে কিনা সেটাই এখন জোর জল্পনার বিষয়।
ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।