Daily

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনদিনই তীর্যক মন্তব্য তিনি করেন নি। আবার পদ্ম শিবিরে পা রেখে জোড়া ফুলকে ধাক্কাও দিয়েছিলেন তিনি। বাংলার রাজনীতির আকাশে বর্তমান চাণক্য- তিনি মুকুল রায়। তৃণমূল সূত্রে খবর, যে আজ আবারও ফিরতে পারেন নিজের পুরনো ঘরে। আর তাতেই রীতিমত তুমুল জল্পনা তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। দলবদলুর সেই ট্র্যাডিশনই কি এবার বুমেরাং হয়ে ফিরল বিজেপির কাছে?
উল্লেখ্য, তৃণমূলের ঊষালগ্ন থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন মুকুল। কিন্তু ২০১৭ সালে বঙ্গ রাজনীতি অন্যখাতে বইতে শুরু করল যখন দেখা গেল মুকুল রায় সম্পূর্ণভাবে মমতার হাত ছেড়ে পাশে দাঁড়িয়েছে মোদী-শাহের। কিন্তু তাহলে কী এমন ঘটল যে, আবারও পুরনো দরজায় নক করতে হল বঙ্গ রাজনীতির চাণক্যকে? এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়- দল বদলের পরে মুকুলের মুখ থেকে মমতা বিরোধী কোন উক্তিই শোনা যায়নি। মুখ্যমন্ত্রীও সেভাবে মুকুল রায়ের বিরুদ্ধে কোন কঠোর অবস্থান নেন নি। অর্থাৎ সবদিক থেকে মুকুল এবং তৃণমূল এই দুই রাস্তা কোথাও গিয়ে মিলে হয়ত যেতই। উল্লেখ্য, আজই সেইদিন।
ব্যুরো রিপোর্ট