Daily

পদ্ম শিবিরের হয়ে শপথ নিলেন বিরোধী দলনেতা মুকুল রায়। একইসঙ্গে শপথ নিলেন অগ্নিমিত্রা, নিশীথ।
আজ ছিল বিধানসভায় দ্বিতীয় দফার শপথ। এককালের তৃণমূলের সবচেয়ে বিশ্বস্ত সৈনিক মুকুল রায় আজ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে বিজেপির হয়ে শপথ নিলেন। প্রোটেম স্পিকার হিসেবে শপথবাক্য পাঠ করালেন সুব্রত মুখোপাধ্যায়। এই প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠান হল বাম-কংগ্রেস ছাড়া।
অন্যান্য বছর সব বিধায়করা একসঙ্গে শপথ গ্রহণ করলেও করোনা পরিস্থিতির জেরে এবারে একেকটি ব্যাচে ২০-২৫জন বিধায়কের শপথ গ্রহণ করানো হচ্ছে। আজ সেই তালিকায় ছিলেন বাংলার পোড় খাওয়া রাজনীতিবিদেরা। যাদের মধ্যে উল্লেখযোগ্য মুকুল রায়, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকের মত ব্যক্তিত্বরা। এছাড়াও শপথ নিলেন উত্তরবঙ্গ, দুই দিনাজপুর সহ মুর্শিদাবাদ এবং মালদার বিধায়করা।
ব্যুরো রিপোর্ট