Daily

গতকালও জ্বলজ্বল করছিল টুইটার অ্যাকাউন্টে বিজেপির সর্বভারতীয় সভাপতির স্ট্যাটাস। তারপর দুপুরে সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে তোপসিয়ায় সোজা তৃণমূল ভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে উত্তরীয় গলায় পড়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূলে। এমনকি দিনভর দিল্লির নেতাদের মোবাইল পর্যন্ত রিসিভ করেননি এই বর্ষীয়ান নেতা।
দলে যোগদান করতেই বাড়িতে পৌঁছে যায় রাজ্য পুলিশের নিরাপত্তা টিম। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও ঘনিষ্ঠ মহলে মুকুলবাবু কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিয়েছেন বলেই জানা গিয়েছে।
আজ কাঁচরাপাড়ার বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরই বদলে যায় মুকুলের টুইটার অ্যাকাউন্টে স্ট্যাটাস। মুহূর্তে মুছে যায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি স্ট্যাটাস। সেখানে বরং তৃণমূল নেত্রী ও গতকালের যোগদানের ছবি দিয়েই মুকুল বুঝিয়ে দেন তার বর্তমান স্ট্যাটাস।
তিনি যে আদতে, আমি তোমাদেরই লোক এ কথাটাই বোধ হয় মুকুলবাবু দলের নেতাকর্মীদের মধ্যে তুলে ধরতে চাইছেন বলেই বিশ্লেষকরা মনে করছেন।
ব্যুরো রিপোর্ট
বিজনেস প্রাইম নিউজ।