Trending

নতুন ফোন আনছে জিও। গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে যে প্রস্তুতি বেশ কিছুদিন আগেই শুরু করে দিয়েছিল মুকেশ অম্বানির সংস্থা। আজ রিলায়েন্সের ৪৪ তম এজিএম অনুষ্ঠানে এই নতুন ফোনের কথাই ঘোষণা করেছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানি। তিনি জানিয়েছেন, বিশ্বের মোস্ট অ্যাফর্ডেবল ফোন আনতে চলেছে গুগল এবং জিও একসঙ্গে। জানতে পারা গেছে, এই ফোনের হার্ডওয়্যারেও থাকবে এক দারুণ চমক।
মনে করা হচ্ছে স্যামসাং, শাওমি বা রিয়েলমির মত জনপ্রিয় স্মার্টফোনের সংস্থাগুলোকে কঠিন প্রতিযোগিতার মুখে ফেলতে চলেছে জিওফোন নেক্সট। এই ফোনে গুগল প্লে স্টোর তো থাকবেই সঙ্গে থাকবে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, স্ক্রিন টেক্সটের ক্ষেত্রে অটোমেটিক রিড-অ্যালাউড এবং ভাষা ট্রান্সলেশনের মত ফিচার। তবে এই ফোনের দাম কত রাখা হবে সেই নিয়ে বিশদে কিছু জানা যায়নি।
এই ফোনে রাখা হচ্ছে কাস্টম অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম। যা শুধুমাত্র এই ফোনের জন্য ডিজাইন করেছে স্বয়ং গুগল। এছাড়াও থাকছে অগমেন্টেড রিয়েলিটি ফিল্টার সহ একটি ক্যামেরা। রিলায়েন্স কর্ণধার জানিয়েছেন, বর্তমানে ভারতে ৩০০ মিলিয়ন মানুষ ২জি ফোন ব্যবহার করে থাকেন। কারণ ৪জি ফোন কেনা তাঁদের অনেকেরই সাধ্যের বাইরে। তাই এইসকল ২জি গ্রাহকদের কথা মাথায় রেখেই একেবারে সাধ্যের মধ্যে আসতে চলেছে রিলায়েন্স জিও’র নতুন ৪জি ফোন জিওফোন নেক্সট।
ব্যুরো রিপোর্ট