Daily

একে করোনায় স্বস্তি নেই, উল্টে দোসর ফাংগাস। এখন যেন ক্রমশ এই ফাংগাসের আতঙ্ক আরও ভয়াবহ হয়ে উঠছে। যার পোশাকি নাম- ব্ল্যাক ফাংগাস বা কালো ছত্রাক। ডাক্তারি পরিভাষায় বা চিকিৎসাশাস্ত্রে যাকে ডাকা হয় মিউকরমাইকোসিস নামে।
জানা গিয়েছে, ইতিমধ্যে দিল্লিতেই প্রায় ছ’জনের শরীরে বাসা বেঁধেছে এই কালো ছত্রাক। যা চিকিৎসকদের কাছে রীতিমত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মহামারি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের মতে ব্ল্যাক ফাংগাস আসলে একটি বিরল ছত্রাকের আক্রমণ। পরিবেশের চারপাশেই এরা বসবাস করে। শ্বাস নেওয়ার সময় এই ছত্রাক প্রবেশ করে নাক দিয়ে। তারপর সরাসরি আক্রমণ করে মানবদেহের ফুসফুসে বা সাইনাসে। জানা গিয়েছে, এই ছত্রাকের আক্রমণে ত্বক যায় কেটে, দাগ হয় পোড়ার মত। আইসিইউতে থাকা রোগীদের জন্য হয়ে উঠতে পারে প্রাণঘাতী।
এদিকে নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগের সদস্য ডা. ভিকে পাল জানিয়েছেন, ব্ল্যাক ফাংগাসের আক্রমণ অস্বাভাবিক কিছু নয়। সাধারণত ভিজে জায়গায় এই ছত্রাক বেঁচে থাকে। যাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের সম্ভাবনা নেই, তাদের ক্ষেত্রে ব্ল্যাক ফাংগাস খুব ভয়াবহ না হলেও ডায়াবেটিক রোগীদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে কালো ছত্রাক। আর করোনায় আক্রান্ত রোগীদের শরীরে এই ছত্রাক প্রবেশ করলেও বড় কোন দুর্ঘটনা ঘটেনি। আর যেহেতু এই সংক্রমণ প্রতিরোধ্য তাই অত চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন ডা. ভি কে পাল। সেইমত চিকিৎসকদের নির্দেশও দেওয়া হয়েছে।
ব্যুরো রিপোর্ট