Daily

করোনার মধ্যেই চোখ রাঙাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। ক্রমশই তার থাবা চওড়া হচ্ছে। পরিস্থিতি উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে হরিয়ানায়। সেখানে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ৭৫০-এ। মৃত্যু হয়েছে ৫০ জনের। ব্ল্যাক ফাঙ্গাসের সঙ্গে মোকাবিলা করার আপ্রাণ চেষ্টা করলেও হরিয়ানা যে খুব একটা স্বস্তিতে নেই, সেই আভাস পাওয়া গেল খোদ মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তারের গলায়।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ব্ল্যাক ফাঙ্গাসকে মোকাবিলা করার জন্য যথেষ্ট পরিমাণ ইঞ্জেকশন মজুত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য। এখনও পর্যন্ত রাজ্য সরকার ৬ হাজার ইঞ্জেকশনের শিশি হাতে পেয়েছে। আগামী দু’দিনের মধ্যে আরও ২ হাজার ইঞ্জেকশন পাবে রাজ্য। অর্ডার দেওয়া হয়েছে আরও ৫ হাজার। বেশ কিছু সরকারি হাসপাতালে ইঞ্জেকশন সরবরাহ করা হয়েছে বলেও জানান হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তা।
এদিকে ব্ল্যাক ফাঙ্গাসের মোকাবিলা করার জন্য সরকারি মেডিকেল কলেজগুলিতে শয্যা সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ৭৫ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। একইসঙ্গে ইঞ্জেকশন এবং অন্যান্য ওষুধের ক্ষেত্রেও সংকট না তৈরি হবার নির্দেশ দিয়েছেন তিনি।
এদিকে পশ্চিমবঙ্গে আবারও এক মহিলার মৃত্যু হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের কারণে। এই নিয়ে বাংলায় ব্ল্যাক ফাঙ্গাসের শিকার হলেন দুজন।
ব্যুরো রিপোর্ট