Daily

ভাইরাসের মধ্যেই ছত্রাকের কোপ। ক্রমশই বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের আক্রমণ। সঙ্গে আশঙ্কার মেঘ আরও ঘনীভূত হচ্ছে চিকিৎসকদের মনে। দেশের কয়েকটি রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস এখন রীতিমত ভয় ধরিয়ে দিয়েছে প্রশাসনিক মহলেও। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় উত্তরপ্রদেশ। সেখানে এখনও পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন ১৬৯ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ৮ জনের।
উত্তরপ্রদেশে এইভাবে ছত্রাকের আক্রমণ বাড়তে থাকায় একে মহামারী ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। রাজস্থানও ইতিমধ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করে দিয়েছে। কেন্দ্রের তরফ থেকেও রাজ্যগুলির কাছে আবেদন জানান হয়েছিল, ১৮৯৭-এর অধীনে মহামারি আইনে অন্তর্ভুক্ত করা হোক ব্ল্যাক ফাঙ্গাসকে। এরপরেই মহামারী ঘোষণা করে যোগী আদিত্যনাথের সরকার।
এদিকে উত্তরপ্রদেশের সঙ্গে কালো ছত্রাকের আক্রমণ বেড়েছে মহারাষ্ট্রে। পুণেতে ইতিমধ্যে ৩০০ জন আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি ভয়াবহ বলে উদ্বেগ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।
ব্যুরো রিপোর্ট