Daily

কৃষি এবং শিল্পে জোর দিয়ে কর্মসংস্থানের চাকা মসৃণ করতে তৎপর রাজ্য সরকার। শিল্প ও কৃষিক্ষেত্রে সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে পাশাপাশি কর্মসংস্থানে জোর দিতে সম্প্রতি বহরমপুর জেলা প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে সামিল হন রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা, মুর্শিদাবাদ জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী, মুর্শিদাবাদ ফার্মাস ক্লাবের সদস্য সহ অন্যান্যরা।
কৃষি ক্ষেত্রের পাশাপাশি মুর্শিদাবাদ জেলা হলো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আঁতুড়ঘর। রয়েছে একাধিক সম্ভাবনাময় শিল্প পরিকাঠামো। খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর থেকে শুরু করে মৎস্য বিপণন দপ্তর, কৃষি, হটিকালচার – প্রতিটি ক্ষেত্রেই রয়েছে বিভিন্ন জনকল্যাণমূলক স্কিম। সেগুলোকে সঠিকভাবে চালনা করা গেলে এখানে প্রচুর কর্মসংস্থান যে তৈরি করা যেতে পারে, সে কথাই বললেন মুর্শিদাবাদ জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী।
একইসঙ্গে রিসাইক্লিং এগ্রিকালচার ইনফাস্ট্রাকচার ফান্ড ও মাইক্রো এলিগেশন ফান্ড যে নতুন দুটো স্কিম নিয়ে এসেছে তার মাধ্যমে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। এই কর্মসংস্থানের ফলে আগামী ৬ মাসের মধ্যে বদলে যেতে চলেছে জেলার কৃষি এবং শিল্প ক্ষেত্রের হালহকিকত।
একদিকে শিল্প এবং অন্যদিকে কর্মসংস্থানকে হাতিয়ার করে আগামী এক বছরের মধ্যে মুর্শিদাবাদ জেলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের একাধিক সম্ভাবনার কথা জানালেন মন্ত্রী সুব্রত সাহা।
কৃষি, শিল্প এবং কর্মসংস্থান। অর্থনীতির এই তিন স্তম্ভকে হাতিয়ার করে আগামী এক বছরের যে পরিকল্পনা নেওয়া হলো মুর্শিদাবাদ জেলা জুড়ে, তাতে যে সকলের সার্বিক উন্নয়ন হবে তা বলাই যায়। আগামী একবছর পর শিল্প ও কর্মসংস্থানে পরিপুষ্ট এক মুর্শিদাবাদ দেখতে আশাবাদী জেলা প্রশাসন থেকে স্থানীয়রা সকলেই।
কুশল শরীফ
মুর্শিদাবাদ