Agriculture news
ব্যবসা করতে চান কিন্তু পুঁজি কোথায় পাবেন? সেই চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছে? চিন্তা নেই। এবার পাড়ায় পাড়ায় শুরু হল শিল্পের সমাধান। ব্যবসায় উৎসাহ বাড়াতে এবং ব্যবসায় আগ্রহ থাকা যুবক যুবতীদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। থাকছে ব্যবসায় উন্নতি করার ছোট ছোট নানান টিপস।
শিল্পই হবে শেষ কথা। তাই এখন দুয়ারেই শিল্পের সমাধান। গ্রামের প্রতিটি স্তরে শিল্পের বিকাশ ঘটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। দুয়ারে সরকারের মতই রাজ্যের ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগীদের কাছে পৌঁছবে রাজ্য। আর সেই উদ্দেশ্য পূরণেই শিল্পের সমাধান নামের এই উদ্যোগ। গ্রাম থেকে শহরে, ব্লকে ব্লকে ক্যাম্প বসবে। ১ লা আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত থাকছে জমজমাট শিল্পের হাট।
কিন্তু এই ধরণের কর্মসূচীর উদ্দেশ্যটা কী? এই কর্মসূচীর এক এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে শিল্পী এবং উদ্যোগপতিদের দিকে সাহায্যের হাট বাড়িতে দেওয়া এবং কোন মধ্যস্থতাকারী ছাড়াই পণ্য বিক্রির সুযোগ করে দেওয়া। যাতে দেশীয় বাজার ধরতে তাদের কোন সমস্যা পোহাতে না হয়। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে ৯ হাজার ৬০০টি আবেদন এবং উদ্যম রেজিস্ট্রেশনে ১৪ হাজার জনকে যুক্ত করার টার্গেট নেওয়া হয়েছে।পাশাপাশি এই কর্মসূচীর মাধ্যমে ৫ লাখ কারিগর ও তাঁতির নাম নথিভুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার।
৩ আগস্ট, ছোট বড় মাঝারি স্টলের সমাহারে সাজল বারাসাতের রবীন্দ্র ভবন চত্বর। আগামী ১৫ দিন এই এমএসএমই ক্যাম্প বসছে সেখানেই। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের স্টল থেকে শুরু করে নতুন নতুন পণ্যসামগ্রী সম্পর্কেও থাকছে এই স্টলে ভিজিট করলে। ব্যাঙ্কের প্রতিনিধির উপস্থিতিতে মিলছে ব্যাঙ্কিং সম্পর্কে যাবতীয় পরামর্শ। থাকছে উৎকর্ষ বাংলাতে নাম তোলানো ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামও।
বিক্রম লাহা
উত্তর ২৪ পরগণা