Daily

কল্পনায় আশ্রিত সুপারম্যান থেকে স্পাইডারম্যান এখন ঘরে ঘরে জনপ্রিয়তা কুড়িয়েছে। কিন্তু ‘সাইক্লোন ম্যান’ সম্পর্কে কেই বা কতটুকু জানেন? না, এই মানুষটি একেবারেই বিদেশী নন। খাঁটি ভারতীয়। কিন্তু ঝড়ের ব্যপারে তাঁর নিখুঁত পূর্বাভাসের জন্যই তিনি বিশ্বমঞ্চে আজ ইন্ডিয়ার ‘সাইক্লোন ম্যান’। যার আসল নাম মৃত্যুঞ্জয় মহাপাত্র- ভারতের মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল।
ওড়িশার ভদ্রকে তাঁর জন্ম। ছোট থেকেই ছিল ঝড়ের সঙ্গে প্রগাঢ় সখ্যতা। আবার অন্যদিকে প্রকৃতির এই বিধ্বংসী রূপের কারণে মানুষের মৃত্যুও তাঁকে ভাবাত। শোনা যায়, তিনি নাকি ছোটবেলায় ঝড় আসার আগে গ্রামের মানুষদের সতর্কও করে দিতেন।
সেই মৃত্যুঞ্জয় ১৯৮৮ সালে অগ্নি মিসাইল উৎক্ষেপণের সময় সফল বিজ্ঞানীদের দলের অন্যতম সদস্য ছিলেন। স্বয়ং এপিজে আব্দুল কালামের অত্যন্ত পছন্দের মানুষ ছিলেন মৃত্যুঞ্জয়। কিন্তু প্রকৃতির প্রতি প্রগাঢ় প্রেমের টানেই ১৯৯২ তে যোগদান করেন পুণের আইএমডিতে। তারপর পেরিয়েছেন একের পর এক সাফল্যের সিঁড়ি।
ঘূর্ণিঝড় ফায়ালিন, তিতলি বা হুদহুদ- প্রত্যেকটি ক্ষেত্রেই তাঁর পূর্বাভাস ছিল নির্ভুল। যেন ঝড় মৃত্যুঞ্জয়ের কথা শুনেই চলছে- এতটাই নিখুঁত ছিল তাঁর অঙ্ক। আর সেই কারণেই তিনি হয়ে উঠলেন ভারতের ‘সাইক্লোন ম্যান’। এমনকি ঘূর্ণিঝড় ফণীর সময়েও তাঁর দেওয়া ঝড়ের গতিপথ নির্ভুল থাকার কারণেই বহু মানুষের প্রাণ বাঁচান সম্ভব হয়েছিল।
ব্যুরো রিপোর্ট