Trending
১৮৮২ সাল। ব্রিটিশ ইন্ডিয়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া রাজত্বে ধুঁকছে দেশীয় ব্যবসা। কোলকাতায় ঠাকুরবাড়ি ছাড়া বিশেষ কেউ ব্যবসা করার স্পর্ধা দেখাচ্ছে না। সেই সময়ে এক সম্ভ্রান্ত বনেদি বাড়ির যুবক স্বপ্ন দেখছেন ব্যবসা করে দেশজোড়া নাম করবার। স্বপ্ন দেখিয়েছিল একটা ভাঙা ছাতা। যে ছাতায় ভর করে পাখোয়াজ শিল্পী মহেন্দ্র দত্ত হয়ে উঠলেন ব্যবসায়ী মহেন্দ্র দত্ত। শুরু হল সাহেবিয়ানা থেকে ছাতাকে সাধারণের নাগালে নিয়ে আসার লড়াই। ১৪০ বছর আগে জব চারনকের কোলকাতার বুকে তৈরি হল ব্র্যান্ড মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্স।
উনি জানতেন, মানুষকে যতক্ষণ না কিছু দেখানো হচ্ছে, ততক্ষণ মানুষ জানেই না যে তারা কি চায়। তাই জন্যেই হয়তো গঙ্গার পাড়ে বাগানবাড়ি বানিয়ে রায়বাহাদুর পাওয়ার লোভ তিনি চাননি। তিনি প্রমাণ করে দিয়েছেন দেখে নিন ভিডিও তে- https://youtu.be/9gyNr8_FJkU