Daily
কামারহাটিতে মদন মিত্র আর হৃদয়পুরে রথীন ঘোষ। দুজনেই দুটি বিরল অনুষ্ঠানে উপস্থিত হয়ে নজির গড়লেন। নজির গড়লেন এমন একটা বিষয় যা আজকের দিনে ভাবতে গেলে অনেকটাই সাহস দেখাতে হয়। এদিন হৃদয়পুরে নবসোপানের অনুষ্ঠানে পথশিশু, ভবঘুরে ও দরিদ্র মানুষদের সর্ষে ইলিশ ও চিংড়ি মালাইকারি খাওয়ানোর শুভ সূচনা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। করলেন এক যুবকের মায়ের জন্মদিন উপলক্ষ্যে।
জলি সেনগুপ্ত’র জন্মদিনটিকে নিজেদের পরিবারের মধ্যে আবদ্ধ না রেখে সকলের সঙ্গে ভাগ করে নিলেন সাংবাদিক সোহম সেনগুপ্ত।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেশ আপ্লুত রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।
গত এক বছর ধরে হৃদয়পুরের এই সংগঠন শুধু দুবেলা দুমুঠো ভাত জুগিয়েছে তাই নয়, এই প্রান্তিক মানুষগুলোর ছেলেমেয়েদের পড়াশুনোর দায়িত্বও তুলে নিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিবর্তন সাহা।
ইলিশ যখন বাঙালির পাতে এ বছর মহার্ঘ্য ঠিক তখন প্রান্তিক মানুষগুলোর মুখে ইলিশ, চিংড়ি তুলে দিয়ে তৃপ্তির হাসিটাই ছিল নবসোপানের বড় পাওনা।
অঙ্কিত মুখার্জী, বারাসাত