Market

নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে বিভিন্ন দুগ্ধজাত সামগ্রী অন্যতম। অন্য সকল পণ্যের মতো, এবার মূল্যবৃদ্ধির সাথে পাল্লা দিয়ে দাম বাড়তে চলেছে দুধ আর দইয়েরও। দেশের অন্যতম ডেয়ারি প্রোডাক্ট প্রস্তুতকারী সংস্থা মাদার ডেয়ারির অধিকারীদের তরফ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই বাড়তে চলেছে দুধ আর দই-এর দাম। সংস্থার তরফে আরো জানানো হয়, এই অর্থবর্ষে তাদের টার্নওভার ১৫০০০ কোটি টাকা পর্যন্ত যেতে পারে এবং ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে প্রোডাক্টের বিক্রি।
অনেকেই হয়তো জানেন না দুধ ও ডেয়ারি প্রোডাক্টের পাশাপাশি মাদার ডেয়ারি কিন্তু ফল ও সবজির ব্যবসাও করে থাকে। সম্প্রতি মাদার ডেয়ারি দুধ-দুই সহ এই সকল প্রোডাক্টেরও দাম বাড়িয়েছিল। সংস্থার তরফে দাম বাড়ানোর কারণ হিসেবে বিবৃতি মিলেছে, পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি হওয়ায় বেড়েছিল পরিবহন খরচ এবং তার ফলে দাম বাড়ানো ছাড়া তাদের কাছে আর কোন উপায় ছিল না। আবার অনেকে অনুমান করছেন পশু খাদ্যের দাম বাড়ার ফলেও দাম বাড়তে পারে।
তবে মাদার ডেয়ারির এই দাম বৃদ্ধির সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন বেশ কিছু কৃষক যারা ডেয়ারর সাথে যুক্ত । যে সকল কৃষকরা মাদার ডেয়ারির কাছে তাদের প্রোডাক্ট বিক্রি করে। উল্লেখ্য, মাদার ডেয়ারি সংস্থা এক বছরে যা লাভ করে তা ৭০ শতাংশ লাভই দেয় মাদার ডেয়ারির ডেয়ারি প্রোডাক্ট। চলতি অর্থবর্ষে মাদার ডেয়ারি প্রোডাক্টের দাম ১৫ শতাংশ বাড়ার কারণে লাভবান হতে পারে সংস্থা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ