Daily

তারা আসছে। স্পষ্ট করে বলতে গেলে, তারা প্রায় এসে পড়েছে। নাসার পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে গেলো আরও একবার। ফের একবার পৃথিবীর দিকে তেড়েফুঁড়ে ধেয়ে আসছে পেল্লায় আকৃতির দুই গ্রহাণু। তবে, পৃথিবীর সঙ্গে তার ধাক্কা লাগবে কি না, সে বিষয়ে বিজ্ঞানীরা স্পষ্ট করে কিছু বলতে পারেননি।
যদিও, এইবারই প্রথম বার নয়। এর আগেও গ্রহাণু এসেছে। পাশ কাটিয়ে বেরিয়েও গেছে। তবে এবারের থেকে পৃথিবী রক্ষা পাবে কি? নাসা জানিয়েছে, আগামী শনিবার অর্থাৎ ২০ তারিখই পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে এই গ্রহাণু- নাম ২০০৪ ইউই। দৈর্ঘ্য ১০০০ ফুটের কাছাকাছি, চওড়ায় ৪৬০ ফুট। সেকেন্ডে ৬.৫৮ কিমি বেগে ধেয়ে আসছে পৃথিবীর দিকে। শনিবার পৃথিবী থেকে মাত্র ২৬ লাখ কিমি দূরে থাকবে সে।
একইসঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে আসছে ৪৬৬০ নেরেউস নামের অপর এক অ্যাস্টরয়েড। এটি আবার প্রায় ৩৩০ মিটার লম্বা। তবে এই গ্রহাণু এখনও কিছুটা পিছিয়ে। ডিসেম্বর নাগাদ পৃথিবীর কাছাকাছি আসার সম্ভাবনা আছে। যদিও নাসা বলছে, এখনই এই নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। কারণ মহাকাশে অ্যাস্টরয়েডের অবাধ বিচরণ। আর আগেও এমন ঘটনা ঘটেছে। গ্রহাণু এসেছে, মুখ দেখিয়েছে, আবার পত্রপাট বিদায়ও নিয়েছে।
ব্যুরো রিপোর্ট