Daily

পেট্রোল ডিজেল এখন মহার্ঘ্য। গাড়ি নিয়ে রাস্তায় বেরোনো, যেনো ত্রাসে পরিণত হয়েছে। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে শহরে আসতে চলেছে আরও হাজার খানের ই-বাস। আজকের দিনে এর থেকে ভালো বিকল্প আর হতে পারে কি?
অপেক্ষার আর বেশি দেরি নেই। সূত্রের খবর, আগামী বছর ২০২২ এর মধ্যেই হাজার খানা ব্যাটারি চালিত বাস নামতে চলেছে শহরের বুকে। এই বাসগুলি চালানোর জন্য বাস মালিকদের উত্সাহও দেবে বলে জানিয়েছে সরকার। আকর্ষণীয় প্রস্তাবও দেওয়া হতে পারে। তবে সরকারি নয়, বেসরকারি মালিকানাতেই ই-বাসের একটা বড় অংশের চাকা গড়াবে শহরে। জ্বালানির দাম বাড়ায় শহরের বুকে হয় কমেছে বাসের সংখ্যা নয় বেড়েছে টিকিটের দাম। আর অতিমারিতে সাধারণ মানুষের পকেটের যা দশা, তাতে নিত্যদিনের ভাড়া চোকাতে রীতিমত নাস্তানাবুদ হতে হচ্ছে নিত্যযাত্রীদের।
অন্যদিকে, ডিজেলের দাম মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে যাওয়ায় সরকারের তরফে সিএনজিতে বাস চালানোর কথা বলা হবে মালিকদের। সেক্ষেত্রে বাসের ইঞ্জিন পরিবর্তিত হবে আর এক্ষেত্রে সরকার সহযোগিতা করবে।
ব্যুরো রিপোর্ট