Market

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লেনদেনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠছে ডিজিটাল ব্যবস্থা। একইসঙ্গে রমরমিয়ে গ্রাহকরা ডিজিটাল মাধ্যমে ঋণ নেওয়ার জন্য ঝুঁকছেন। তার জন্য বাজারে এসে গিয়েছে একাধিক অ্যাপ। এবার সেই অ্যাপ নিয়েই কার্যত সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক। সম্প্রতি শীর্ষ ব্যাঙ্কের তরফ থেকে ৬০০-টিরও বেশি ঋণ দেওয়ার অ্যাপকে অবৈধ ঘোষণা করা হল।
জানা গিয়েছে, এই মুহূর্তে ভারতে ১১০০-টিরও বেশি অ্যাপ রয়েছে। যেগুলি গ্রাহকদের খুব সহজেই ঋণ দিতে পারে। কিন্তু তার মধ্যে ৬০০-টি অ্যাপ কোনভাবেই রিজার্ভ ব্যাঙ্কের নীতি মেনে চলছে না বলে জানাল শীর্ষ ব্যাঙ্ক। যে কারণে বহু গ্রাহককেই কার্যত পড়তে হচ্ছে বড়সড় আর্থিক ক্ষতির মুখে। তার অন্যতম প্রধান কারণ, গ্রাহকদের ঋণ নিতে আকর্ষণ করার জন্য যে সকল নীতি নিয়ে উপস্থিত হয়েছে তাদের অধিকাংশই শীর্ষ ব্যাঙ্কের নিয়ম নীতি অনুসরণ করছে না। এমনকি এই অধিকাংশ অ্যাপগুলি শীর্ষ ব্যাঙ্কের এনবিএফসির মধ্যে পড়ছে না। ফলে গ্রাহকরা না জেনেশুনেই তাদের প্যান কার্ড, আধার কার্ড সহ সকল তথ্য দিয়ে দিচ্ছেন। তাই আর্থিক ক্ষতির সম্ভাবনা ক্রমশই বাড়ছে। এমন ঘটনার অভিযোগ যেমন পাওয়া যাচ্ছে বাংলায়। তেমনি পাওয়া যাচ্ছে তামিলনাড়ু, গুজরাত, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশের মত একাধিক শহরে। যদিও রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে এখনো পর্যন্ত সেই অ্যাপগুলির কোনরকম তালিকা প্রকাশ করা হয়নি।
ব্যুরো রিপোর্ট