Jobs

আপনি কি ইঞ্জিনিয়ারিং পড়েছেন? স্নাতক পাস করছেন অথচ অতিমারির কারনে কলেজ ক্যাম্পাসিং মিস হয়েছে। অপেক্ষা করছেন কবে চাকরী পাবেন? আপনার জন্য রইল সুবর্ণ সুযোগ।
সম্প্রতি জানা গিয়েছে ব্যাঙ্গালর –এর একটি প্রযুক্তি সংস্থা নিউক্লিয়াস সফটওয়্যার এক্সপোর্টস লিমিটেড, এবছর ৫০০র বেশি দক্ষ ইঞ্জিনিয়ার নিয়োগ করতে চলেছে। সুযোগ পাবে দেশের ছোট, বড়, মাঝারি শহরের সদ্য স্নাতক পাশ তরুনেরা। দেশের রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটক, পাঞ্জাব অ তামিলনাড়ুতে অবস্থিত ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর সাথে যৌথ ভাবে এই নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ফ্রেশার প্রার্থীদের নিয়োগ করবে কম্পানি। এরপর তাদের ৬-১২ সপ্তাহের ট্রেনিং সেশন চলবে। প্রার্থীরা ইন্ডাস্ট্রি- রেডি হলে তবেই কোম্পানির অফার লেটার হাতে পাবেন তারা।
উল্লেখ্য, করোনা অতিমারির মধ্যেও এই প্রযুক্তি সংস্থা প্রায় ২০০০ কর্মী নিয়োগ এবং ২০০-২৫০ টি ক্যাম্পাসিং করেছে দেশ জুড়ে। চাকরির বাজারে যখন চলছে মন্দা, তখন শতাধিক ইঞ্জিনিয়ার ছাত্রছাত্রীদের চাকরির সন্ধান দিয়েছে, অন্ধের যষ্টি হয়েছে এই নামি সংস্থা।
ব্যুরো রিপোর্ট