Daily

পেটে খিদে থাকলে, দুর্ভেদ্য হিমালয়ও পাড় করা যায়। আর সামান্য রেল স্টেশনে এসে পড়াশুনো করা যাবে না? যায় বৈকি! সেটাই প্রমান করে দিলো বিহারের সাসারাম স্টেশনে একঝাঁক পড়ুয়ার ভীড়।
বিহারও যে শিক্ষার দিক থেকে পিছিয়ে নেই সেটা আরও একবার চোখের সামনে তুলে ধরলো সাসারাম স্টেশনের পড়ুয়ারা। গোটা জেলার মধ্যে এই স্টেশনকে বেছে নেয়ার কারণ? এই স্টেশনে সারাদিনে কারেন্ট যায় না। তাই ‘ক্যুইজ’ নামে এক শিক্ষা সংস্থা এই স্টেশনেই পড়ুয়াদের পড়িয়ে চলেছে দীর্ঘ দিন ধরে। জানা গিয়েছে বহু কম্পিটিটিভ পরীক্ষার ছাত্র ছাত্রীরা এই সাসারাম স্টেশনের এক নং আর দু নং প্লাটফর্মে এসে পড়াশুনো করে। বিকেল হলেই প্লাটফর্ম সাজে প্রায় ১২০০ শিক্ষার্থীর ভিড়ে।
সামাজিক বিরোধের কারণে বিহারের প্রত্যন্ত অনেক গ্রামেই বিদ্যুৎ সংযোগ পৌঁছয় নি। তাতে কি? যে দেশের মাটিতে স্বয়ং বিদ্যাসাগর জন্মেছে, পড়াশুনো করেছে, সেই দেশের ছেলে-মেয়েকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করবে, এমন সাধ্য কারো আছে কি?
ব্যুরো রিপোর্ট