Prime
Daily
নির্ধারিত দিনের আগেই বাংলায় এলো বর্ষা
By Business Prime News | June 7, 2021
Daily
আসার কথা ছিল একদিন পর। দমবন্ধ করা গরমের হাত থেকে রাজ্যবাসীকে রেহাই দিতে একদিন আগেই বর্ষা এলো রাজ্যে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছিল, দক্ষিণবঙ্গে বর্ষা আসার নির্ধারিত দিন ৭ই জুন। তার একদিন আগেই বর্ষার আগমনে স্বস্তিতে বাংলাবাসী।
অন্যদিকে আগামী ১১ই জুন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। যার জেরে ভারী বৃষ্টিপাত হবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। এই নিম্নচাপের হাত ধরেই বর্ষা ঢুকবে ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ডে বলে জানিয়েছে হাওয়াঅফিস।
ব্যুরো রিপোর্ট