Prime
Daily
পেট্রো পণ্যঃ চলছে, জ্বলছে !
By Business Prime News | July 10, 2021
লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে অসন্তোষের ঢেউ। পেট্রোল সেঞ্চুরি পার করলেও পিছিয়ে নেই ডিজেলও । বিশেষজ্ঞরা বলছেন, অবিলম্বে যদি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারগুলি প্রাইস মেকানিজমে না বসে তাহলে ডিজেলও সেঞ্চুরি হাঁকিয়ে ফেলবে।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে ইতিমধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে ভারতীয় অর্থনীতিতে। পাইকারি ও খুচরো ব্যবসার মূল্যবৃদ্ধির সূচক ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী। ফলে হু হু করে দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের। সাথে বাড়ছে পরিবহনের খরচ।
কী ভাবছেন সাধারণ মানুষ। কিইবা বক্তব্য রাজনৈতিক দলগুলোর। একেবারে রাস্তায় নেমে আলোচনায় বিজনেস প্রাইম নিউজের অনুষ্ঠান প্রাইম ফোকাস।
কৃষ্ণনগরের পেট্রলপাম্প থেকে বিক্রম লাহা, বারাসাত পেট্রলপাম্প থেকে অঙ্কিত মুখার্জি, নদীয়া থেকে রনি চ্যাটারজি ও ঢাকা থেকে ঋদি হক