Market

ভারতের জন্য সুখবর এবং কিছুটা গর্বের তো বটেই। কারণ গোটা বিশ্বের সেরা ২০টি ডিজিটাল নিউজ সাবস্ক্রিপশন প্রোভাইডারদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছে মানিকন্ট্রোল প্রো। এবং গোটা এশিয়াতে নিউজ সাবস্ক্রাইবার প্রোভাইডারদের মধ্যে মানিকন্ট্রোল প্রোয়ের স্থান তিনে। খবরটি প্রকাশিত হয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ পিরিওডিকাল পাবলিশার্সে।
মানিকন্ট্রোল প্রো বিনিয়োগ সংক্রান্ত প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে তুলে ধরে। ব্যবসার খুঁটিনাটি যাবতীয় তথ্য, এক্সক্লুসিভ ট্রেডিং পরামর্শ, অ্যাড ফ্রি এক্সপেরিয়েন্স, ব্যবসা এবং বিনিয়োগে সঠিক পরামর্শ দিয়ে ক্রমশই গ্রাহকদের আস্থা অর্জন করে ফেলেছে এই সংস্থাটি। এছাড়াও রয়েছে ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে তার পার্টনারশিপ। যার মাধ্যমে গোটা বিশ্বে শিল্পের হালহকিকত সবই জানা সম্ভব হবে গ্রাহকদের। বর্তমান বাজার সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পাঠকের কাছে জলের মত পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও রয়েছে মাসিক ওয়েবিনার যা প্রো মাস্টার্স ভার্চুয়াল নামেই অধিক পরিচিত। এই ওয়েবিনারে বিভিন্ন বিনিয়োগ বিশেষজ্ঞদের মতামত দেখান হয়। ফলে সবমিলিয়ে গ্রাহকদের কাছে আজ মানিকন্ট্রোল প্রো নিঃসন্দেহে নির্ভরতার জায়গা দখল করে নিয়েছে।
বর্তমানে মানিকন্ট্রোল প্রোয়ের গ্রাহক সংখ্যা পৌঁছে গিয়েছে ৩ লক্ষ ৩০ হাজারে। মাত্র ২ বছরের মধ্যে এমন অভাবনীয় সাফল্যের পেছনে রয়েছে এক কঠিন যাত্রা। আর এই সাফল্যের জন্য পাঠক এবং সাবস্ক্রাইবারদের ধন্যবাদ জানিয়েছে মানিকন্ট্রোল কর্তৃপক্ষ।
ব্যুরো রিপোর্ট