Daily

এবার সড়ক পরিকাঠামো উন্নয়নের জন্য বাজার থেকে অর্থ সংগ্রহ করার বিষয়ে জোর দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী। গত বৃহস্পতিবার তিনি জানালেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ বাজার থেকে নতুন করে ৩৮০০০ কোটি টাকা সংগ্রহ করবে। অতীতেও সাধারণ লগ্নিকারীদের সড়ক পরিকাঠামো উন্নয়নের প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য সুযোগ তৈরি করার পরিকল্পনা করেছিলেন তিনি। তিনি জানান, এই ডিবেঞ্চার ক্রয়ের ফলে বেশ ভালোরকম লাভের মুখ দেখবেন অবসরপ্রাপ্ত চাকরিজীবীরাও। প্রসঙ্গত, এই ডিবেঞ্চারটি AAA অর্থাৎ স্থিতিশীল মূল্যায়ন পেয়েছে রেটিং সংস্থা কেয়ার ইনভিটের তরফ থেকে।
গডকড়ী জানান, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্টের মাধ্যমে ছাড়া হবে ডিবেঞ্চার। প্রতিটি ডিবেঞ্চারের দাম রাখা হয়েছে ১০০০ টাকা করে। নুন্যতম ১০০০০ টাকার ডিবেঞ্চার ক্রয় করা যাবে।এবং এই ডিবেঞ্চারে মূল সুদের হার নির্ধারণ করা হয়েছে ৭.৯০ শতাংশ । তবে ৬ মাস অন্তর লগ্নিকারীরা এই সুদের টাকা হাতে পাবার ফলে সুদের কার্যকরী হার বছরের শেষে এসে দাঁড়াবে ৮.০৫ শতাংশে।
কোনও ব্যাঙ্ক বা কোনও আর্থিক সংস্থার স্থায়ী আমানতের থেকেও বেশি আয়ের সুযোগ রয়েছে এই ডিবেঞ্চারে ইনভেস্ট করলে। এবং এতে করে সুফল পাবেন অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা। এমনটাই দাবি গডকড়ির। ২০১৮ সালে এনএইচআই ইনভিট গঠন করে সড়ক উন্নয়নের পুঁজির জন্য। প্রায় ৮০০০ কোটি টাকার পুঁজি সংগ্রহ করা হয়েছে সেখান থেকে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ