Daily

দ্বিতীয় ঢেউ এর ঝাপটা সয়েছে দেশ। সংক্রমণের গ্রাফ নামতে শুরু করেছে সবেমাত্র। এর মধ্যেই নতুন আতঙ্ক- করোনার তৃতীয় ঢেউ। যা সবচেয়ে বেশি আঘাত হানতে পারে শিশু এবং ১৮ বছরের কম বয়সীদের মধ্যে। আর তাই এখন থেকেই সতর্ক হয়েছেন চিকিৎসকরা। তাই, কোভিডে আক্রান্ত হলে শিশুদের জন্য কী করা উচিত এবং কী নয়- সেই নিয়ে ব্লুপ্রিন্ট প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
‘কম্প্রিহেনসিভ গাইডলাইনস ফর ম্যানেজমেন্ট অফ কোভিড-১৯ ইন চিলড্রেন’ নাম দিয়ে একটি গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, করোনা আক্রান্ত শিশুদের ওপর কোনভাবেই রেমডেসিভির ব্যবহার করা যাবেনা। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ১৮ বছরের কম বয়সীদের শরীরে রেমডেসিভির কতটা কার্যকরী সেই নিয়ে কোন তথ্য এখনও স্পষ্ট নয়। তাই স্টেরয়েড জাতীয় ওষুধের পাশাপাশি অক্সিজেন থেরাপি করাই উচিত বলে মনে করছেন চিকিৎসকরা।
গাইডলাইনে বলা হয়েছে, ১২ বছরের ঊর্দ্ধ কিশোর, কিশোরীদের জন্য ৬ মিনিট ওয়াক টেস্ট অত্যন্ত কার্যকরী। কী এই ওয়াক টেস্ট? চিকিৎসকরা জানাচ্ছেন, ৬ মিনিট হাঁটানোর পর মাপতে হবে তাদের অক্সিজেন স্যাচুরেশন লেভেল। যদি দেখা যায়, কোন কারণে তা ৯৪ শতাংশের নিচে নেমে এসেছে তাহলে হাসপাতালে ভর্তি করতে হবে তৎক্ষণাৎ।
ব্যুরো রিপোর্ট