Daily
বিস্ফোরণের পর কেটে গিয়েছে বেশ কয়েক ঘন্টা। এখনও আতঙ্ক কাটেনি ঢাকার মগবাজারে। গতকাল সন্ধে সাতটায় জমজমাট ঢাকার মগবাজারে ওয়ারলেস গেটের কাছে এক ভয়াবহ বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণে হতাহতের সংখ্যাও বেশ কম নয়। আহতদের এখনও চিকিৎসা চলছে ঢাকার বিভিন্ন হাসপাতালে। ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এক উচ্চ পর্যায়ের তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার সন্ধ্যার পর আজ দুপুরে ঢাকার মগবাজারের গতকালের আতঙ্কের ছবিটা ধরা পরল বিজনেস প্রাইম নিউজ এর ক্যামেরায়। আজ থেকে ঢাকায় যখন করোনা রোধে চালু হচ্ছে কঠোর লকডাউন ঠিক তখনই মগবাজারের বিস্ফোরণে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
আজও আতঙ্ক কাটেনি স্থানীয় ব্যবসায়ীদের মনে।
যানবাহন আজকে স্বাভাবিক হলেও এলাকা ঘিরে রেখেছেন পুলিশ, দমকল এবং তদন্তকারীরা।
গতকাল ভয়াবহ বিস্ফোরণে একটা আস্ত বাসে আগুন লেগে যায়। বাসটি আজও দাঁড়িয়ে রাস্তায়।
কয়েকজন যে খুব বরাতজোরে বেঁচে গিয়েছেন তা ধরা পড়ল বাজারের এই ব্যবসায়ীর গলায়।
মগবাজারের অপর ব্যবসায়ী সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে নিজে থেকেই দেখালেন বিস্ফোরণের ক্ষয়ক্ষতি।
সকাল থেকেই শুরু হয়েছে ব্যাপকভাবে ফরেনসিক পরীক্ষা। ঠিক কিভাবে লাগলো আগুন। কীভাবেই বা বিস্ফোরণ হলো জনবহুল বাজারের মধ্যে তার উৎস সন্ধানে ব্যস্ত তদন্তকারীরা।
ঋদি হক, ঢাকা