Trending

জি-২০ সম্মেলনে মোদীর বক্তব্যের দিকে তাকিয়ে থাকবেন রাষ্ট্রনেতারা। রোম সফর শেষেই মোদী পৌঁছলেন গ্লাসগোয়। সেখানে জলবায়ু সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে। যার মধ্যে অন্যতম গ্রিন হাউজ গ্যাসের নির্গমন কমিয়ে আনা।
গ্রিন হাউজ গ্যাস নির্গমনে এগিয়ে আছে চিন, আমেরিকা, ভারত, জার্মানি এবং ব্রাজিল। গ্রিন হাউজ গ্যাস নির্গমনে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতের আগে যে দুটি দেশ গ্রিন হাউজ গ্যাস সবচেয়ে বেশি তৈরি করার জন্য দায়ি, তারা হল চিন এবং আমেরিকা। এই প্রত্যেকটি দেশই জি-২০ সদস্য হিসেবে রয়েছে। তাই জলবায়ু পরিবর্তনের এই প্রধান খলনায়ককে হাতের মুঠোর মধ্যে আনার জন্য কি কি পদক্ষেপ নিতে চলেছে দেশগুলি, সেদিকেই নজর থাকবে গোটা বিশ্বের।
উল্লেখ্য, এই সম্মেলনে অংশগ্রহণ করতে চলেছে ২০০ টি দেশ। যারা গোটা বিশ্বের জলবায়ু সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করতে পারবে। তবে ভারত, আমেরিকা, চিন, জার্মান এবং ব্রাজিল ছাড়াও রাশিয়ার দিকে নজর রাখবে প্রত্যেকে। ভারত এখন বিশ্বের অন্যতম দ্রুতগামি উন্নয়নশীল দেশ হওয়ার কারণে শিল্পের ধোঁয়া আকাশে উড়বেই। কিন্তু কিভাবে অধিক মাত্রায় বৃক্ষরোপণ এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে গ্রিন হাউজ গ্যাসের নির্গমন কমানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়েই বক্তব্য রাখতে চলেছেন মোদী।
ব্যুরো রিপোর্ট