Daily

ফের মোদির বিরুদ্ধে সরব মোদি-ভ্রাতা প্রহ্লাদ। এর আগেও বহুবার মোদি-নীতির বিরোধিতা করে সুর চড়িয়েছিলেন নরেন্দ্র মোদির ভাই, প্রহ্লাদ মোদি। এমনকি গত লোকসভা ভোটের আগে ‘জেল ভর’ আন্দোলনের ডাকও দিয়েছেন তিনি।
কেন্দ্র ও রাজ্য উভয়ের প্রতিই ক্ষোভ উগরে দিলেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলারের সহ সভাপতি প্রহ্লাদ মোদি। গত শুক্রবার মহারাষ্ট্রের ট্রেডার্স এসোসিয়েশনের এক অনুষ্ঠানে যোগ দিয়ে মহারাষ্ট্র রাজ্যের উদ্ধব ঠাকরে সরকার এবং কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে রীতিমতো সরব হন তিনি। এদিন ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, সঠিক ভাবে বিক্ষোভ দেখতে হবে। গণতান্ত্রিক দেশে কারও গোলামী করে না ব্যবসায়ীরা। তাই প্রয়োজনে সরকার না মানলে জিএসটি না দেয়ার কথাও বলেন তিনি।
অতিমারী আবহে সুদূরপ্রসারী লোকডাউন আর জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে ব্যাপক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মহল। আর তাই প্রতিবারের মতো ব্যবসায়ীদের পাশে থেকেই মোদির বিরুদ্ধে সুর চড়ালেন প্রহ্লাদ। ইতিমধ্যেই, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, পেগাসাস, সব নিয়ে বিরোধীদের আক্রমণের কেন্দ্রবিন্দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই মধ্যে মোদির ভাইয়ের এই মোদি বিরোধী মন্তব্য বিরোধীদের যে বেশ কিছুটা উস্কে দিলো, তা বলাই যায়।
ব্যুরো রিপোর্ট